রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
Homeত্বকের যত্নBron Dur Korar Upay Bangla | ব্রণ দূর করার ঘরোয়া পদ্ধতি

Bron Dur Korar Upay Bangla | ব্রণ দূর করার ঘরোয়া পদ্ধতি

ব্রণ দূর করার ঘরোয়া পদ্ধতি

ব্রণ একটি ত্বকের সাধারণ সমস্যা। যদিও এর ফলে মানুষের ত্বকের চেহারা বদলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে  তৈলাক্ত ত্বকেই এ সমস্যায় বেশি হয়। ত্বক যাদের বেশি ঘামায়, এবং ত্বক তৈলাক্ত হয় সেসব ত্বকেই ব্রণের আক্রমন বেশী হয়। তখন একজন মানুষ নিজেকে অনেক অসহায় মনে করে যদিও এটা কোন সমস্যা না।

এর জন্য বাজারে অনেক লোসন এবং ওষুধ পাওয়া যায় যা ব্রণ নিরাময়ে কার্যকরী। কিন্তু এগুলোর মাধ্যমে অনেক দেরি হয়। কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কম সময়ে এই কঠিন সমস্যা দূর করা সম্ভব। আসুন তাহলে জেনে নেই।bosonter-dag-sohoje-dur-korar-upay

ব্রণ দূর করতে বরফ

১ম ই একটি পরিষ্কার কাপড়ে মধ্যে এক টুকরো বরফ নিয়ে তা ব্রণে চেপে ধরতে হবে। কিছু সেকেন্ড পর পর প্রক্রিয়াটি একইভাবে চালিয়ে যান।এর মাধ্য়মে  ব্রণের ফোলাটা কমে যাবে।

ব্রণ দূর করতেলেবুর রস

১ম ই লেবুর রস নিয়ে এর মধ্যে এক টুকরো তুলো ভিজিয়ে  ঘুমানোর পূর্বে মুখে লাগাতে হবে।এর ফলে মুখের তৈলাক্ততাভাব কমে আসবে।

ব্রণ দূর করতে টি ট্রি ওয়েল

এই টি ট্রি ওয়েল ব্রণ নিরাময়ের জন্য একটি কার্যকারী উপাদান। অল্প তেল নিয়ে তা তুলো দিয়ে ভিজিয়ে পুরো মুখে লাগান। ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

ব্রণ দূর করতে মসলার ব্যবহার

মশলা জাতীয় উপকরনের মধ্যে লং ব্রণের জন্য অনেক উপকারী। এক মুঠো লং পানিতে ভিজিয়ে তা বাটুন বাটার পর ব্রণের জায়গায় লাগান পাঁচ মিনিট রেখে তা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ব্রণ দূর করতে টুথপেস্ট

টুথপেস্ট আমরা সবাই দাঁত মাজার জন্য ব্যাবহার করি। কিন্তু এই টুথপেস্টই ব্রণের জন্য অনেক উপকারী। রাতে ঘুমানোর আগে ব্রণের জায়গাটিতে অল্প করে টুথপেস্ট লাগিয়ে ঘুমান এতে করে সকালে ভাল ফলাফল পাবেন।

ব্রণ দূর করতে রসুন

রসুন ব্রণের ক্ষেত্রে  সবকিছু থেকে অনেক বেশী উপকারী।২ টুকরো রসুন ব্রণের জায়গায় লাগান । পাঁচ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত কয়েকবার ব্যবহারে ব্রণ হওয়ার আশঙ্কা কমে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments