লাইফস্টাইল

চুল পড়া ঠেকাতে সাহায্য করবে ধনেপাতা

লাইফস্টাইল ডেস্ক, ধূমকেতু বাংলা: অযত্নে অবহেলায় চুল উঠে টাক পড়ে যাচ্ছে? পেঁয়াজ-রসুন থেকে শুরু করে নানা রকম তেল মেখে মেখে হয়রান হয়ে উঠেছেন। তবে এবার ভরসা রাখুন ধনেপাতায়।

চলুন জেনে নেই চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন ধনেপাতা:

ধনেপাতার মিশ্রণ

ধনেপাতার রস তৈরি করে শুরুতেই। সাথে মিশিয়ে নিন দু চামচ পানি। এবারে এ মিশ্রণটি চুলে শ্যাম্পু করার আগে মিনিট বিশেক লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ধুয়ে নিন। এতে চুল হবে ঘন।

মুলতানি মাটি ও ধনেপাতা

মুলতানি মাটি বরাবরই ত্বকের যত্নে ব্যবহার করেছেন? এবারে চুলের যত্নে মুলতানি মাটি মেখে দেখুন চমক। মুলতানি মাটির সঙ্গে ধনে পাতার রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে চুলে মেখে নিন। এ মিশ্রণ আপনার চুল করবে ঘন ও ঝলমলে।

অ্যালোভেরা ও ধনেপাতা

ত্বকের বা চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই। চুল পড়া কমাতেও কিন্তু অ্যালোভেরা ভীষণ কাজে লাগে। অ্যালোভেরা রস করে নিন, সাথে মিশিয়ে নিন ধনেপাতার রস। এ মিশ্রণ চুলে মাখলে চুল হয়ে ওঠে নরম ও মসৃণ।

আরো পড়ুন: 

নানা রোগ থেকে বাঁচতে ডায়েটে রাখুন কাঁচামরিচ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *