শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeত্বকের যত্নশীতে ত্বকের স্ক্রাবিং

শীতে ত্বকের স্ক্রাবিং

শীতে ত্বকে ময়লা জমে প্রচুর ও ত্বকে দেখা মরা কোষ। আমাদের ত্বকের ওপর ডেড সেল জমলে ত্বক অনুজ্জ্বল দেখায়। স্ক্রাবিংয়ে মরা কোষ ঝরে যায়। ত্বকের পানি ধরে রাখার ক্ষমতা বাড়ে। ত্বকের ভেতর ভালোমত মশ্চারাইজার প্রবেশ করতে পারে। ছোট ছোট গ্রেনুয়াল সমৃদ্ধ স্ক্রাবার ব্যবহার করলে ত্বক মসৃণ হয়।

শীতে ত্বকের স্ক্রাবিং

প্রাথমিক নিয়ম

১। একদিন পর পর ব্যবহার করা যাবে এরকম মাইল্ড স্ক্রাব ত্বকের পক্ষে ভাল।
২। ব্রনপ্রবণ ত্বকে এপ্রিকট স্ক্রাবার ব্যবহার করবেন না। ত্বকের পক্ষে এটি ক্ষতিকর।
৩। ভিজে ত্বকে ক্লক ওয়াইজ মুভমেন্টে স্ক্রাব লাগান। তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৪। স্ক্রাবিং করলে রক্তসঞ্চালন ভাল হয়, রোমকূপের মুখ বন্ধ হয় না, ব্ল্যাকহেডস প্রতিরোধ হয়।
৫। স্ক্রাবিং এর পর ত্বকে মশ্চারাইজার লাগান। ত্বক শুষ্ক হবে না।
৬। টোনার লাগানোর আগে স্ক্রাব ব্যবহার করুন।[wp_ad_camp_2]

ত্বক অনুযায়ী ঘরোয়া স্ক্রাব

স্বাভাবিক ত্বক- ওটমিল, তুলসী পাতা, চন্দন গুঁড়ো, গোলাপ জল বা দুধের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করুন।

শুষ্ক ত্বক- ডালের গুঁড়ো, বাদাম গুঁড়ো, তুলসী পাতা, গোলাপ জল, অ্যালোভেরা জেল, দুধ বা ক্রিমের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ক্রিম ও অ্যালোভেরা ত্বক সজীব রাখবে।

তৈলাক্ত ত্বক- ঘরোয়া উপায়ে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে চাই আধা কাপ সিদ্ধ ওটমিল, ১ টা ডিমের সাদা অংশ, ১ চা চামচ লেবুর রস, থেঁতলে নেয়া আপেল আধা কাপ। সব উপকরন এক সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আমাদের পেজে লাইক দিতে ভুলবেন না।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments