রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
Homeত্বকের যত্নত্বকের সৌন্দর্যে ব্যবহার করুন এলোভেরা | Toker Jotne Aloe Vera use

ত্বকের সৌন্দর্যে ব্যবহার করুন এলোভেরা | Toker Jotne Aloe Vera use

ত্বকের সৌন্দর্যে ব্যবহার করুন এলোভেরা | Toker Jotne Aloe Vera use

 ত্বকে অ্যালোভেরা লাগাতে, প্রথমেই মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর তাজা অ্যালোভেরার ভেতরের অংশ থেকে রস সংগ্রহ করে সেই রস পুরো মুখে তুলোর সাহায্যে লাগিয়ে নিন। রস শুকিয়ে গেলে এভাবেই ঘুমিয়ে পড়তে পারেন। সারারাত  ত্বকের নানা সমস্যা দূর করতে অ্যালোভেরার রস ভূমিকা রাখবে।
তুলো বা সুতি কাপড় ছাড়া অন্যকিছু দিয়ে ত্বকে অ্যালোভেরা লাগানো ঠিক নয়। তাতে অ্যালার্জী হওয়ার ঝুকি তৈরি হয়। অনেক সময় ত্বকে ক্ষত দেখা দেয়। এ ধরনের ক্ষতে নির্ভয়ে ব্যবহার করা যায় অ্যালোভেরা। এতে ক্ষত স্থান দ্রুত মসৃণ হয়। শুধু মুখের জন্য নয়, পুরো শরীরে ব্যবহার করা যায় অ্যালোভেরা। এক্ষেত্রে সাবধানতা হলো, অ্যালোভেরার রস ত্বকে লাগিয়ে রোদে যাওয়া যাবে না। তাতে উল্টো ত্বকের ক্ষতি হতে পারে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments