Toke kemon Sunskin upojogi | ত্বকে কেমন সানস্ক্রিন উপযোগী

সানস্ক্রিন ব্যবহার  বন্ধ করা উচিৎ নয়। রোদের তীব্রতা আমাদের ত্বকের ওপর ছাপ ফেলে খুব বিরুপভাবে প্রভাব ফেলে। এর জন্য আমাদের উচিত ত্বকের ধরণ জেনে সানস্ক্রিন ব্যাবহার করা। তাহলে আসুন আজ জেনে নেই কোন ধরনের ত্বকের জন্য কোন সানস্ক্রিন ব্যাবহার উপযোগী।

তৈলাক্ত ত্বকের জন্য

তৈলাক্ত ত্বকের জন্য যে কোন সানস্ক্রিন ব্যবহার করা ঠিক না। এতে করে ব্রণের উপদ্রব বাড়ে। আর এই ধরনের ত্বকের জন্য অবশ্যই পানির মাত্রা বেশি অর্থাৎ ওয়াটার বেইজড সানস্ক্রিন বাছাই করা প্রয়োজন। এর ফলে রোদ এবং ত্বকের সমস্যা থেকে মুক্তি পাবেন। সানস্ক্রিনের এসপিএফ অবশ্যই ৩০ মাত্রার অধিক ব্যবহার করবেন।

শুষ্ক এবং রুক্ষ ত্বকের জন্য

রুক্ষ ত্বকে সাধারণ সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক আরও বেশি শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়।এর জন্য রুক্ষ এবং শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার সমৃদ্ধ সানস্ক্রিন ব্যাবহার করতে হবে। তার সাথে এসপিএফ ৩০ মাত্রার অধিক সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

সাধারণ ত্বকের জন্য

স্বাভাভিক ত্বকের জন্য সানস্ক্রিন বাছাইয়ের জন্য খুব বেশি বাছাবাছি করার দরকার হয় না। কেননা সাধারণ ত্বকের ৩০ থেকে ৫০ এসপিএফ মাত্রার সানস্ক্রিন ভালোভাবেই কাজ করে থাকে। স্বাভাবিক ত্বকের জন্য শুধুমাত্র ভালো ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। এর ফলে ত্বক ঘেমে গেলেও সানস্ক্রিন ত্বকে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *