শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
spot_img
Homeত্বকের যত্নTok Kuchke Jaoa Tantan kore tulte 3Ti jadu kori upai | ত্বক...

Tok Kuchke Jaoa Tantan kore tulte 3Ti jadu kori upai | ত্বক কুঁচকে যাওয়া টানটান করে তুলতে ৩টি জাদুকরী উপায়

Tok Kuchke Jaoa Tantan kore tulte 3Ti jadu kori upai | ত্বক কুঁচকে যাওয়া টানটান করে তুলতে ৩টি জাদুকরী উপায়

সমইয়ের সাথে সাথে সবার আগে বয়সের ছাপ সবার ত্বকেই পড়ে। মুখ থেকে শুরু করে স্তন, বাহু, পেট ইত্যাদি শরীরের সকল স্পর্শ কাতর অঙ্গে আগে দেখা যায় বয়সের ছাপ। কী ভাবছেন বয়স্ক রুখে দেয়ার কোন উপায় কী নেই? অব্যশই আছে ! বয়স হয়েছে বলেই চেহারায় ও শরীরে সেই ছাপ বহন করতে হবে এমন কোন কথা নেই। আপনি ইচ্ছা করলে চাইলে ঘরে বসে খুব সহজ কিছু উপায় ব্যাবহার করে আপনার কুঁচকে যাওয়া ঝুলে যাওয়া ত্বককে করে ফেলতে পারেন অনেকটাই টান টান ও যৌবন দীপ্ত। আসুন তাহলে জেনে নিই তিনটি জাদুকরী কৌশল।

Tok Kuchke Jaoa Tantan kore tulte 3Ti jadu kori upai | ত্বক কুঁচকে যাওয়া টানটান করে তুলতে ৩টি জাদুকরী উপায়

    Tok Kuchke Jaoa Tantan kore tulte 3Ti jadu kori upai | ত্বক কুঁচকে যাওয়া টানটান করে তুলতে ৩টি জাদুকরী উপায়

৩টি জাদুকরী কৌশল-

অ্যালোভেরা

অ্যালোভেরা আমাদের অসংখ্য ত্বকের সমস্যার জন্য একটি চমৎকার উপাদান। অ্যালোভেরা প্রাকৃতিক ভাবেই আপনার কুঁচকে ও ঝুলে যাওয়া ত্বকের বলিরেখা দূর করে সহজেই করে তোলে আপনার ত্বককে টান টান। আপনি মুখ থেকে শুরু করে স্তন, বাহু, পেট বা শরীরের যে কোন স্থানে ব্যবহার করতে পারবেন এই অ্যালোভেরার জেল।এই তাজা অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন শরীরের সমস্ত আক্রান্ত স্থানগুলোতে। আলতো হাতে ম্যাসাজ করুন। আপনি চাইলে সম্পূর্ণ শরীরই এই জেল দিয়ে ম্যাসাজ করতে পারেন। ম্যাসাজ করা হলে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। বাজারের প্যাকেটজাত অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তবে সদ্য গাছ থেকে সংগ্রহ করা জেল হলে ফল পাবেন খুবই দ্রুত। ভালো ফলাফল পেতে রোজ ব্যবহার করুন ।

গোলাপ জল

গোলাপ জল আপনার ত্বককে টানটান করে ও বলিরেখা ও রোমকূপকে অদৃশ্য রেখে আপনাকে করে লাবণ্যময় । রাতের বেলা শরীরের প্রয়োজনীয় স্থানে তুলো দিয়ে গোলাপ জল লাগান। চাইলে গোলাপ জল দিয়ে স্থানটি ধুয়েও নিন। এরপর স্থানটি শুকিয়ে গেলে এভাবে রেখে দিন সারা রাত। সকাল বেলা সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। কিন্তু এইক্ষেত্রে ১০০ ভাগ বিশুদ্ধ গোলাপ জল হতে হবে। চিন্তা নেই, সাধারণ এই জিনিসটি আপনি তৈরি করতে পারবেন বাসাতেই!

ডিমের সাদা অংশ

২ টি ডিমের সাদা অংশ নিয়ে, একে ভালো করে বিট করে ফোম করে নিন। এরপর মুখ সহ অন্যান্য স্থানে মাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩/৪ বার নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে টান টান।

কীভাবে কাজ করে?

যেসব উপাদান আমরা ব্যবহার করবো, সেগুলো সবই প্রাকৃতিক গুনাবলীতে তৈরী। এইসব  উপাদানগুলো আপনার ত্বকের ইলাসটিন ও কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে, ফলে প্রাকৃতিকভাবেই ত্বক হয়ে ওঠে টান টান। এই তিনটি উপায় থেকে যে কোন দুটি বা তিনটি প্রতিদিন ব্যবহার করুন। এতে করে আপনার কুছকে জাওয়া ত্বক টান টান হয়ে যাবে!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments