রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
Homeত্বকের যত্নMukher Kalo Dag Chirotore Dur Korun | মুখের কালো দাগ চিরদিনের মত...

Mukher Kalo Dag Chirotore Dur Korun | মুখের কালো দাগ চিরদিনের মত দূর করুন

Mukher Kalo Dag Chirotore Dur Korun | মুখের কালো দাগ চিরদিনের মত দূর করুন

সৌন্দর্যের প্রধান অঙ্গ হল মুখ। আর এই মুখে যদি কালো দাগ পড়ে তবে এর সৌন্দর্য অনেকাংশ কমে যায়। যা কারোর কাম্য নয়। বাজার ঘুরলে খুঁজে পাবেন কালো দাগ দূর করা নানা ক্রিম। কিন্তু এই ক্রিম সব সময় কার্যকর নয়। মুখে কালো দাগ পড়ার কিছু কারণ ও মুখের কালো দাগ চিরদিনের মত দূর করার উপায় গুলো চলুন জেনে নেই।

মুখের কালো দাগ চিরদিনের মত দূর করুন
মুখের কালো দাগ চিরদিনের মত দূর করুন

মুখের কালো দাগ চিরদিনের মত দূর করুন

মুখের কালো দাগ চিরদিনের মত দূর করুন-

কারণ:

– হরমোনের ভারসাম্যের অভাব

– সূর্যের ক্ষতিকর রশ্মি

– ব্রণের সমস্যা

– লিভারের সমস্যা হলে

– বয়সের কারণে

– দুশ্চিন্তা

– গর্ভধারণের সময়

– ক্যান্সার

– ডায়াবেটিস

– অতিরিক্ত রাসায়নিক পণ্যের ব্যবহার ইত্যাদি

১। লেবুর রস

মুখের কালো দাগ দূর করার সবচেয়ে সহজ উপায় হল লেবুর রস। লেবুতে আছে ভিটামিন সি এবং প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ত্বকের কালো দাগ দূর করে থাকে।

লেবুর রসে একটি তুলার বল ভিজিয়ে এটি মুখের কালো দাগের ওপর ভালো করে ঘষুন। শুকানোর পর্যন্ত অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে পানি দিয়ে পরিস্কার করে ফেলুন। দুই সপ্তাহ ব্যবহার করুন। দেখবেন কালো দাগ দূর হয়ে গেছে। আপনি সেনসেটিভ ত্বকের অধিকারী হন তবে লেবুর রসে সাথে পানি বা গোলাপ জল মিশিয়ে নিন।

২। টক দই

টক দই ত্বকের কালো দাগ হালকা করে থাকে প্রাকৃতিকভাবে। কালো দাগের ওপর টক দই লাগান। শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে চাইলে রাতে ঘুমাতে যাওয়ার আগে টক দই কালো দাগের ওপর লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন। এছাড়া ১ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ ওটমিল গুঁড়া এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। তারপর এটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করুন।

৩। আলু ও মধুর প্যাক

একটি ছোট আলু কুচি করে নিন। এবং তার সাথে মধু মেশান। আলু কুচি এবং মধুর প্যাকটি মুখে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া এক টুকরা আলু নিয়ে ত্বকের কালো জায়গা ঘষুন। নিয়মিত এই কাজটি করুন। দেখবেন কালো দাগ একদম দূর হয়ে গেছে। কালো দাগের স্থানে আলুর রসও লাগাতে পারেন।

৪। পেঁয়াজের রস

শুনতে অবাক শোনালেও পেঁয়াজের রস ত্বকের কালো দাগ দূর করতে অনেক বেশি কার্যকরী।

একটি পেঁয়াজের রস করে নিন। এবার একটি তুলোর বল পেঁয়াজের রসে ভিজিয়ে ত্বকের কালো দাগের ওপর ঘষুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া এক টেবিল চামচ পেঁয়াজের রস এবং দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি ত্বকের কালো দাগের ওপর লাগান। ২০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। আপনি যদি তৈলাক্ত ত্বকের অধিকারী হন তবে ভিনেগার ব্যবহার করতে পারেন।

৫। অ্যালোভেরা

রূপচর্চায় অ্যালোভেরার গুণের কথা সবার জানা। কালো দাগ দূর করতেও এর জুড়ি নেই।

অ্যালোভেরা পাতা থেকে এর যেন বের করে নিন। এবার জেলটি ত্বকের কালো দাগের ওপর ম্যাসাজ করুন। সপ্তাহে এক থেকে দুই বার এটি করুন। দেখবেন দাগ অনেকটা হালকা হয়ে গেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments