ফর্সা, উজ্জ্বল, ঝলমলে চেহারার রহস্য | Forsha, Ujjol, Jholmole Cheharar Rohosso
সারাদিন শত কাজের ব্যস্ততায় থাকতে থাকতে ত্বকের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সারাদিনের কাজের ক্লান্তি, রোদের তীব্রতা এবং ধুলোবালির ছাপ পড়ে যায় ত্বকে। মাত্র ১৫ মিনিট ব্যয় করে ত্বকের উজ্জলতা আনতে পারবেন খুব সহজে। ত্বকও হবে নরম ও কোমল। ফর্সা, উজ্জ্বল, ঝলমলে চেহারা পাওয়ার দুটি পদ্ধতি।
প্রথম পদ্ধতিঃ
– একটি বাটিতে ১ টি ডিমের সাদা অংশ নিন
– এতে ২ টেবিল চামচ তাজা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন
– মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম পানির ভাপ নিন ৩/৪ মিনিট।
– এরপর ডিম ও লেবুর মাস্কটি লাগান ত্বকে।
– ১০-১২ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে মুছে ফেলুন। ফিরিয়ে আনুন ত্বকের শুভ্রতা ও উজ্জলতা।
দ্বিতীয় পদ্ধতিঃ
– একটি বাটিতে ১ টেবিল চামচ ময়দা নিন।
– এতে ১ টেবিল চামচ মধু এবং পরিমাণ মতো দুধ দিয়ে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন
– খুব ভালো করে মেশাবেন, পেস্টটি যেন একটু পাতলা ধরণের হয়।
– এরপর এই পেস্টটি একটি ব্রাশের সাহায্যে মুখ ও গলার ত্বকে লাগান। চাইলে হাতে ও পায়েও লাগাতে পারেন।
– ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন।
– সামান্য ময়েসচারাইজার লাগিয়ে নিন
– দেখবেন কি সুন্দর উজ্জ্বল হয়ে উঠেছে মুখের ত্বক।