কালার করা চুলকে স্বাস্থ্যউজ্জল নতুনের মত উজ্জ্বল করার উপায়
আজকাল বলতে গেলে প্রায় সবাই-ই চুলে রঙ করিয়ে থাকেন । আমরা শখ করে কালার করি কিন্তু কালার করানোর পর সকলেই ভোগেন একই সমস্যায়। আর সেটা হলো চুলের কালার হয়ে পড়ে বিবর্ণ । অনেকেরই চুল পাটের আঁশের মত হয়ে যায়। কালার করানোর সময় যেমন ঝলমলে রঙ ছিল, তার কিছুই অবশিষ্ট থাকে না। আপনাদের কি এই সমস্যা সমস্যা? আসুন তাহলে একবার চেষ্টা করেই দেখুন এই টিপসটি। মাত্র একবার ব্যবহার করলেই আপনার কালার করা চুলের রঙ আবারও হয়ে উঠবে একদম নতুনের মত উজ্জ্বল, ঝলমলে ও সিল্কি যেমনটা আপনার আগে ছিল।
কালার করা চুলকে নতুনের মত উজ্জ্বল করতে চাইলে যা যা লাগবে
পানি
লবঙ্গ
যেভাবে করবেন
১ম ই আপনার চুলের পরিমাণ বুঝে পানি নিন।
- -প্রত্যেক কাপ পানির জন্য ৭/৮ টি করে লবন পানিতে দিন। খুব ভালো মানের লবঙ্গ ব্যবহার করবেন। যত ভালো লবঙ্গ, তত ভালো ফল পাবেন।
- -এবার জ্বাল কমিয়ে মিনিট ১৫ জ্বাল দিন।
- -এরপর ঠাণ্ডা করে ছেঁকে নিন। এই মিশ্রণটিই আপনার কালার রিফ্রেসার হিসাবে কাজ করবেন।
- -চুলে শ্যাম্পু করে ভালো করে পানি নিংড়ে নিন। কন্ডিশনার ব্যাবহার করবেন না । তাহলে এবার আপনার শ্যাম্পু করা চুল এই লবনের পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- এরপর দেখুন ম্যাজিক। আপনার চুলগুলো হয়ে যাবে একদম নতুনের মত।