শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
spot_img
Homeবাংলা গানের কথাBolte Bolte Cholte Cholte By Imran

Bolte Bolte Cholte Cholte By Imran

Bolte Bolte Cholte Cholte By Imran

Title : Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে)
Artist : Imran (ইমরান)
Album : Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে)

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।
চলতে গিয়ে মনে হয়
দুরত্ব কিছু নয়,
তোমারি কাছেই ফিরে আসি।তুমি তুমি তুমি শুধু এই মনের আনাছে কানাছে,
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে।।বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখে ছিলাম।।

ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে,
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি
সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে।।

ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments