লাইফস্টাইল

কিছু সহজ উপায়ে ফ্রিজ পরিষ্কার রাখুন

লাইফস্টাইল প্রতিবেদক, ধূমকেতু বাংলা: পরিষ্কার করার পরেও অনেকের ফ্রিজে বাজে গন্ধ হতে পারে। এই বোটকা ঘ্রাণের কারণে খাবারের ঘ্রাণেও সমস্যা দেখা দেয়। রান্না করা খাবারে তো আর বোটকা ঘ্রাণ সহ্য কিরা যায়না।

অনেকে বাজারে ডিওডোরাইজার কিনে ফ্রিজের গন্ধ দূর করার চেষ্টা করেন। সেটা অবশ্যই ভালো পদ্ধতি না। ঘরোয়া কিছু টোটকা ব্যবহারেও ফ্রিজের বোটকা গন্ধ দূর করা সম্ভব। কিভাবে? চলুন দেখে নেয়া যাক।

-সপ্তাহে একবার সময় করে ফ্রিজের আগাগোড়া পরিষ্কার করুন। বরফ জমে থাকলে তা সরানোর ব্যবস্থা করুন।

-ফ্রিজ বেকিং সোডা দিয়ে পরিষ্কার করুন। পানিতে বেকিং সোডা মিশিয়ে ফ্রিজ পরিষ্কার করুন

-কফির গুড়ো একটা প্লেটে নিয়ে ফ্রিজে চব্বিশ ঘণ্টার মতো রেখে দিন। এতে বোটকা গন্ধ দূর হবে।

-ফ্রিজের তাপমাত্রা ঠিকঠাক রাখুন। নাহলে বরফ জমবে এবং বাজে ঘ্রাণ ছড়াবে।

-তুলো ভ্যানিলাতে চুবিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিন। এতে স্নিগ্ধ একটা ঘ্রাণ ছড়াবে।

আরো পড়ুন:

রেসিপি: ফুলকপির কুড়মুড়ে পাকোড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *