প্রচ্ছদ

২৭ লাখ টাকা মিলবে বিয়ে করলে!

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: চীনের বহু রাজ্যেই ক্রমাগত কমে চলেছে জনসংখ্যার হার। এরমধ্যে জিলিন প্রদেশে জনসংখ্যা কমে যাওয়ার হার সবচেয়ে বেশি। এনিয়ে প্রদেশটি দেশটির যুগলদের জন্য দিচ্ছে নানা অফার। বিয়ে করলে ও বাচ্চা নিলে দম্পতিদের জন্য বাংলাদেশি মুদ্রায় লাখ লাখ টাকা লোন দেওয়া কথা বলা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই প্রদেশটিতে বিবাহিতদের জন্য ‘ম্যারেজ অ্যান্ড বার্থ কনজ্যুমার লোনের’ ব্যবস্থা করা হয়েছে। এতে বিবাহিতরা বাংলাদেশি মুদ্রায় কম সুদে প্রায় ২৭ লাখ টাকা লোন নিতে পারবে।

এছাড়া যেসব যুগলের দুই বা তিনজন সন্তান রয়েছে তারা কর দেওয়ার ক্ষেত্রে সুবিধা পাবে। এক্ষেত্রে তাদের ছোট ব্যবসা থাকতে হবে। ওই প্রদেশে গতকাল বৃহস্পতি জারি করা নতুন তথ্যে এসব জানা যায়।

গত কয়েক বছর ধরে চীনের জন্মহার ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এবং অনেক কম লোকেরই সন্তান আছে।

দেশটিতে অন্যান্য প্রদেশের মতো জিলিনে রয়েছে মাতৃত্ব- পিতৃত্বকালীন ছুটি। এতে নারী মোট ছুটি পায় ১৮০ দিন এবং পুরুষরা পায় ২৫ দিন। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরো পড়ুন:

চামড়া তৈরি হবে মাশরুম থেকে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *