ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: শ্বাসরুদ্ধকর আরেকটি দৃশ্যের সাক্ষী হলেন ফ্রান্সের রাজধানী প্যারিসের দর্শনার্থীরা। মাটি থেকে ৭০ মিটার বা ২৩০ ফুট ওপর দিয়ে হেঁটেছেন এক যুবক। তা–ও আবার এক বা দুই মিটার নয়, গুনে গুনে ৬০০ মিটার (দুই হাজার ফুট) লম্বা রশির ওপর।

ফ্রান্সের ‘ঐতিহ্য দিবসে’ গত শনিবার শ্বাসরুদ্ধকর এই দৃশ্যের অবতারণা করেন নাথান পলিন (২৭)। তিনি একজন পেশাদার টাইটরোপ ওয়াকার (রশির ওপর হাঁটায় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি)। ৬০০ মিটার দীর্ঘ একটি রশির ওপর হেঁটেছেন তিনি। রশির এক প্রান্ত আইফেল টাওয়ারের সঙ্গে, অন্য প্রান্তটি ছিল শাইউ থিয়েটারের সঙ্গে বাঁধা। এর নিচ দিয়ে বয়ে গেছে সেন নদী।

শ্বাসরুদ্ধকর এ কাজ করার সময় নিরাপত্তার জন্য পলিনের শরীরের সঙ্গে বাঁধা ছিল একটি রশি। রশিটি মূল রশির সঙ্গে যুক্ত ছিল। কোনো কারণে তাঁর পা ফসকালেও যেন দুর্ঘটনা না ঘটে, সে জন্যই এই ব্যবস্থা। ৬০০ মিটারের ওই রশিপথ পাড়ি দিতে পলিনকে মাঝেমধ্যে বিশ্রামও নিতে হয়েছে। আর সে বিশ্রাম তিনি নিয়েছেন কখনো রশির ওপর বসে, কখনো শুয়ে।

কাজটা যে সহজ ছিল না, তা স্বীকার করেছেন পলিন। তিনি বলেন, এভাবে ৬০০ মিটার পথ হাঁটা মোটেও সহজ ছিল না। এর জন্য প্রয়োজন গভীর মনোযোগ। পাশাপাশি মানসিক চাপ ও সংশ্লিষ্ট অনেক কিছু সামাল দেওয়ার সক্ষমতা।

পলিনের জন্য কৃতিত্বপূর্ণ এমন রেকর্ড নতুন কিছু নয়। ২০১৭ সালে ফ্রান্সের ঐতিহ্য দিবসে রশির ওপর হেঁটে সেন নদী পাড়ি দিয়ে রেকর্ড গড়েন পলিন।

ফ্রান্সের মতো ইউরোপজুড়ে প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ঐতিহ্য দিবস পালন করা হয়। এ সময় দর্শনার্থীদের জন্য ঐতিহ্যবাহী সব জিনিসের দরজা খুলে দেওয়া হয়। দর্শনার্থীরা এসব উপভোগ করতে পারেন বিনা পয়সায়। এবার পলিনের কাণ্ড দেখতে সেন নদীর তীরে ভিড় করেছিলেন অনেক দর্শনার্থী। তাঁরা করতালি দিয়ে তাঁকে উৎসাহ জুগিয়েছেন, জানিয়েছেন উষ্ণ অভিনন্দন

পলিন বলেছেন, শ্বাসরুদ্ধকর এমন কাজ করার পেছনে তাঁর একটি উদ্দেশ্য রয়েছে। আর তা হলো, ঐতিহ্যের প্রতি মানুষের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা। এতে ঐতিহ্য জীবন ফিরে পায়।

আরো পড়ুন:

যেসব কারণে বিশ্বের ‘সবচেয়ে লম্বা জাতি’র উচ্চতা কমে যাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *