লাইফস্টাইল

সৌন্দর্য ফুটিয়ে তুলতে লাল লিপস্টিক

সৌন্দর্য ফুটিয়ে তুলতে লাল লিপস্টিক

সৌন্দর্য ফুটিয়ে তুলতে লিপস্টিকের তুলনা হয় না। আর তা যদি হয় লাল লিপস্টিক তাহলে তো কথাই নেই। তবে সৌন্দর্য ফুটিয়ে তুলতে লাল লিপস্টিকের ব্যবহারে সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে তুলতে পাঁচটি উপায় দেওয়া হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সৌন্দর্য ফুটিয়ে তুলতে লাল লিপস্টিক-

১. লাইনার হিসেবে ব্যবহার করুন
আপনার লাল লিপস্টিক ব্যবহার করা যায় লাইনার হিসেবে। এজন্য তা আপনার উপরের ও নিচের ল্যাশ লাইনে প্রয়োগ করুন।

২. ডার্ক সার্কল ঢাকুন
আপনার লাল লিপস্টিক ব্যবহার করতে পারেন চোখের নিচের ডার্ক শ্যাডো ঢাকার জন্য। তবে খেয়াল রাখতে হবে এটি যেন লাল রঙের ক্রিমি লিপস্টিক হয়, ম্যাট নয়।

৩. আইশ্যাডো
আপনার চোখের পাতার উপরেও ব্যবহার করা যায় লাল লিপস্টিক।

৪. ব্লাস
লাল লিপস্টিক হালকা করে ব্লাস হিসেবে ব্যবহার করা যায়। আপনার গালে এজন্য ফাউন্ডেশন ব্রাশে লাল লিপস্টিক লাগিয়ে নিতে হবে। এরপর তা মুখের প্রয়োজনীয় অংশে আলতো করে লাগিয়ে নিতে হবে।