ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর) ইরানের জাফরান রপ্তানি হয়েছে ৬০ মিলিয়ন মার্কিন ডলারের। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র রুহুল্লাহ লাতিফি এই তথ্য জানান।
এর আগে এই কর্মকর্তা জানিয়েছিলেন, গত ইরানি বছরে (২১ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) ইরানের জাফরান উৎপাদনকারী কৃষকরা ১৯০ মিলিয়ন মার্কিন ডলারের ৩২৪ দশমিক ৫৮৯ টন পণ্য ৬০টি বিদেশি গন্তব্যে রপ্তানি করেছেন।
লাতিফি জানান, মূল্যের দিক দিয়ে উল্লিখিত রপ্তানির ৭৮ ভাগ আমদানি করেছে ইরানি জাফরানের ৫ বড় ক্রেতা রাষ্ট্র।
সূত্র: তেহরান টাইমস।
আরো পড়ুন: