অপরাধ ও দূনীতি

সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ফেরত পাঠাতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত যারা বর্তমানে ব্রিটেনে অবস্থান করছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যুক্তরাজ্যের (ইউকে) প্রতি আহ্বান জানিয়েছেন।
সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী (দক্ষিণ এশিয়া, কমনওয়েলথ এবং ইউএন বিষয়ক) লর্ড আহমেদ সোমবার রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে তার সঙ্গে সাক্ষাত করতে আসলে তিনি এই আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। খবর বাসসের


বৈঠককালে লর্ড আহমেদ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা, সাইবার নিরাপত্তা এবং জলবায়ু প্রকল্পে ও নারীদের জন্য মানসম্মত শিক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহায়তা সহ বাংলাদেশ-যুক্তরাজ্য বন্ধুত্ব জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন।


লর্ড আহমেদ ২১তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।


ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী।তিনি কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টারও স্বীকৃতি দিয়েছেন।
ড. মোমেন কোভিড-১৯ এর ডেল্টা ভেরিয়েন্টের পরিপ্রেক্ষিতে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশের নাম বাদ দেয়ায় যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান।


পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ২৬- সম্মেলনের জন্য যুক্তরাজ্যের প্রেসিডেন্সির ভূমিকার প্রশংসা করেন।


লর্ড আহমেদ ক্লাইমেট ভালনারেবিলিটি ফোরামের চেয়ার হিসেবে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা প্রশংসা এবং গ্লাসগোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *