রাতে এল ক্লাসিকোতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
বার্নাব্যুতে আজ রাতে এল ক্লাসিকোতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।
‘এল ক্লাসিকো’র আগে রিয়াল রয়েছে দুর্দান্ত ফর্মে। লা লিগায় ২৮ ম্যাচ শেষে শীর্ষে ১০ পয়েন্টের ব্যবধানে। বার্সার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১৫।
শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে আজ ‘এল ক্লাসিকো’ জিতলে। বাংলাদেশ সময় আজ (রবিবার) দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
টানা পাঁচ ম্যাচে বার্সেলোনাকে হারানোটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে রিয়ালকে। তবে আজ রিয়াল পাচ্ছে না করিম বেনজিমাকে। মায়োর্কার বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়া বেনজিমা শনিবার অনুশীলন করতে পারেননি। রিয়ালের তো বটেই চলতি মৌসুমে লা লিগাতেও সর্বোচ্চ ২২ গোল তাঁর। বার্সার বিপক্ষে ১১ গোলের পাশাপাশি আছে ১০টি অ্যাসিস্ট। তাঁকে না পাওয়াটা বড় ধাক্কা রিয়ালের।
বার্সেলোনার বিপক্ষে পাওয়া যাচ্ছে না লেফট ব্যাক মেন্ডিকেও। তবে তার বিকল্প নিয়ে অতটা চিন্তা নেই রিয়ালের। নাচো ফের্নান্দেজ বা ডেভিড আলাবা যেকোনো একজনকে খেলানো হতে পারে তার জায়গায়। এদিকে, লা লিগায় প্রথম ২১ ম্যাচে কেবল ৩২ গোল করেছিল বার্সেলোনা। অবামেয়াং, ত্রায়োরে, তরেসরা যোগ দেওয়ার পর বদলে যাওয়া দলটি শেষ ছয় ম্যাচে গোল করেছে ২০টি।