সড়ক দুর্ঘটনায় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’র দ্বিতীয় সিজনের অভিনেত্রী আঁচল তিওয়ারিসহ নয়জনের প্রাণহানি ঘটেছে— এমন একটি খবর মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশ হয় ভারতীয় গণমাধ্যমগুলোতে। কিন্তু এক দিন পরই আঁচল নিজেই বললেন, ‘আমি বেঁচে আছি!’
সংবাদে জানানো হয়, বিহারের কাইমুরে সড়ক দুর্ঘটনায় গায়ক ছোটু পান্ডে এবং সিমরান শ্রীবাস্তব ও আঁচল তিওয়ারিসহ নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উঠে এলো নতুন তথ্য।
ভারতীয় গণমাধ্যমে মৃত্যুর খবরটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন আঁচল। নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন— ‘বেঁচে আছি’। ভুয়া মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছিল।
জানা গেছে, ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একই নামে দুই মুখ। একজন অভিনেত্রী এবং অপরজন সংগীতশিল্পী ও অভিনেত্রী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক দুর্ঘটনায় গায়িকা আঁচল তিওয়ারির মৃত্যু হয়। অন্যদিকে অভিনেত্রীর নামও আঁচল তিওয়ারি। দুজনের নাম এক হওয়ার কারণেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়।