প্রচ্ছদ

বিশ্বের সবচেয়ে ‘নাক উঁচু’ লোক!

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: নাকের আমি, নাকের তুমি, নাক দিয়ে যায় চেনা! বিশ্বের সব চেয়ে লম্বা নাকের অধিকারী এই মানুষটি তুরস্কের। গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতিও তিনি পেয়েছেন।

শুধু রেকর্ড করাই নয়, রেকর্ড ধরেও রেখেছেন দীর্ঘদিন ধরে। প্রায় ২০ বছর ধরে বিশ্বের আর কেউ নাকের দৈর্ঘের দিক থেকে তাঁকে টপকে যেতে পারেনি।

২০০১ সালে মেহমেতের নাকের দৈর্ঘ মেপে দেখেছিল গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। তার নাক ছিল ৮.৮ সেন্টিমিটার বা ৩.৪৬ ইঞ্চি। তবে গত দুদশকে আরও দু’বার মেহমেতের নাক মেপে দেখা হয়। কেননা, স্বাভাবিক ধারণা যে, মানুষের অঙ্গপ্রত্যঙ্গের দৈর্ঘের হেরফের হয়। তবে এক্ষেত্রে কোনও হেরফের দেখা যায়নি।

৭১ বছরের মেহমেতের থেকে বিশ্বে আরও কারও নাক যে বড় নেই, তা হয়তো নয়, কিন্তু তারা জনসমক্ষে এসে বিষয়টি কখনও দাবি করেননি বা নিজেদের নাকের দৈর্ঘ মাপার সুযোগ কোনও সংস্থাকে দেননি।

লম্বা নাকের কিছু সুবিধা পান কি তিনি?

মেহমেতের ঘ্রাণশক্তি অন্যদের চেয়ে বেশি। গন্ধ শনাক্ত করার ক্ষেত্রেও গড়পড়তা মানুষের চেয়ে তার ক্ষমতা বেশি বলে দেখা গিয়েছে।

হঠাৎ করেই যে মেহমেতের নাক লম্বা আবিষ্কার করা গিয়েছে, তা নয়। জানা গিয়েছে, মেহমেতের বংশে লম্বা নাকের ঐতিহ্য ছিলই। তার পূর্বপুরুষদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য দেখা গিয়েছে।

আরো পড়ুন:

১১০ বছর পর পাঠাগারে ফেরত এলো বই

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *