ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়লেও বাস ভাড়া ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সড়ক পরিবহন মালিকেরা। সিএনজিচালিত হলেও ঢাকা মহানগরিতে একই হারে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন তারা। ঢাকায় মিনিবাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ৫০ শতাংশ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে রোববার বৈঠকে ভাড়া বাড়ানোর এসব প্রস্তাব তুলে ধরেন পরিবহন সংগঠনগুলোর নেতারা।
বেলা ১১টার দিকে মহাখালী বিআরটিএ ভবনে পরিবহন নেতাদের বৈঠকে ডাকা হয়। এতে সভাপতিত্ব করছেন বিআরটিএ‘র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
বৈঠক চলমান অবস্থায় দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বিআরটিএর কাছে তুলে ধরা ভাড়া বাড়ানোর প্রস্তাবে দূরপল্লার বাস ভাড়া ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছেন পরিবহন মালিকরা। অর্থাৎ আগে প্রতি কিলোমিটার ভাড়া যেখানে ১ টাকা ৪২ পয়সা ছিল এখন সেখানে ২ টাকা চান মালিকরা।
আর মহানগরে বাস ভাড়া ৪১ শতাংশ ও মিনিবাস ৫০ শতাংশ বাড়াতে প্রস্তাব করেছেন মালিকরা। মহানগরে বাস ভাড়া ছিল প্রতি কিলোমিটার ১ টাকা ৭০ পয়সা। এখন তা ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব করেছেন মালিকেরা। আর মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব রাখা হয়েছে।