শুরু হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব ২০২২

কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে আগামীকাল বুধবার সকাল পৌনে আটটা থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব ২০২২। দিনভর বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে সৈকত পরিচ্ছন্নতা অভিযান, নীল অর্থনীতি নিয়ে সেমিনার, সৈকত ভলিবল ও সার্ফিং।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে ৮ জুন বিশ্ব সমুদ্র দিবসে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ও বেসরকারি সংস্থা সেফ বাংলাদেশ যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।

সকালে লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে সৈকত পরিচ্ছন্নতা অভিযান। এতে সেফসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা যেমন অংশ নেবেন, তেমনই অংশ নিতে পারবেন পর্যটকেরা। সেই সঙ্গে থাকবে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম।

এতে প্রধান অতিথি থাকবেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। আরও উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক মো. কাউসার আহাম্মদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আবু জাফর মো. জালাল উদ্দিন ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

সকাল ১০টায় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হবে ব্লু ইকোনমি সেমিনার। এতে শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দর। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ শরীফ।

এরপর বেলা তিনটায় সৈকতের সুগন্ধা পয়েন্টে রয়েছে বিচ ভলিবল টুর্নামেন্ট। একই সময়ে কলাতলী বিচে হবে সার্ফিং।

উৎসবের প্রধান সমন্বয়ক মশিউর খন্দকার জানান, বিকেল সাড়ে চারটার দিকে লাবনী পয়েন্টে হবে সমাপনী আয়োজন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেবেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *