লাইফস্টাইল

পোশাকের ধরনে লম্বা দেখানোর কৌশল

লাইফস্টাইল ডেস্ক, সুখবর ডটকম: পোশাক কাউকে লম্বা করতে পারেনা এটা ঠিক তবে নিজেদের কম উচ্চতা নিয়ে যাদের আক্ষেপ রয়েছে, তারা পোশাক নির্বাচনে কিছু কৌশল অনুসরণ করতে পারেন। চলুন জেনে নেই পোশাক নির্বাচনে কি ধরনের কৌশল অবলম্বন করলে দেখতে কিছুটা লম্বা লাগতে পারে:

একরঙা পোশাক

সাধারণত একরঙা পোশাক শারীরিক বিভিন্ন খুঁত লুকিয়ে নিতে ভূমিকা পালন করে। তাই গাঢ় শেডের একরঙা পোশাক পরতে পারেন। এতে  লম্বা দেখানোর পাশাপাশি অনেক আকর্ষণীয়ও দেখাবে।

বড় প্রিন্টের পোশাক

বড় এবং উজ্জ্বল রঙের প্রিন্টের পোশাক শারীরিক গড়নকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে। এতে উচ্চতায়  কম নারীদের আরও বেশি খাটো লাগে। তাই যতটা সম্ভব বড় ছাপযুক্ত পোশাক এড়িয়ে চলাই ভালো

লম্বালম্বি নকশার পোশাক

পোশাক নির্বাচনের ক্ষেত্রে বেছে নিতে পারেন লম্বালম্বি বা স্ট্রাইপের নকশা। এতে উচ্চতা খানিকটা বেশি দেখায়।

রঙের বৈপরীত্য

পোশাকে রঙের বৈপরীত্য অর্থাৎ কন্ট্রাস্ট যতটা সম্ভব এড়িয়ে চলুন। বিশেষ করে সালোয়ার-কামিজে বিপরীতধর্মী রঙ একেবারেই পরবেন না। চেষ্টা করুন একই রঙের পোশাক পরার।

ছোট হাতার পোশাক

উচ্চতায় কম নারীদের ক্ষেত্রে লম্বা হাতা কিংবা থ্রি-কোয়ার্টার হাতার পরিবর্তে ছোট হাতার পোশাক পড়া ভালো। এতে হাতের অনেকটা অংশ বের হয়ে থাকে বলে দেখতে বেশ লম্বা লাগে।

প্যান্ট ও সালোয়ারের ধরন

খুব বেশি ঢোলা প্যান্ট বা সালোয়ার এড়িয়ে জেগিংস,লেগিংস বা ন্যারো কাটের প্যান্ট পরতে পারেন। এতে  কিছুটা লম্বা দেখাবে।

টপস

টপসের ক্ষেত্রে ফ্রক টাইপের বা গোল ঘেরের টপস যেন খুব বেশি লম্বা না হওয়াই ভালো।

চিকন পাড়ের শাড়ি

শাড়ির নকশা ও পরার ধরনও কিন্তু উচ্চতা বাড়িয়ে তুলতে পারে। চওড়া ও ভারী কাজের পাড়ওয়ালা শাড়ি পরলে লম্বা মানুষকেও খাটো দেখায়। তাই চিকন পাড়ের শাড়ি কুচি দিয়ে এবং আঁচল ভাঁজ করে পরলে স্বাভাবিকের চেয়ে কিছুটা লম্বা দেখাবে।

এম/

আরো পড়ুন:

৬৫ বছরের পুরোনো শাড়ি দিয়ে তৈরি পোশাকে প্রিয়াঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *