লাইফস্টাইল

পুরনো বিছানার চাদর দিয়ে বানিয়ে ফেলুন নানারকম জিনিস

লাইফস্টাইল ডেস্ক, সুখবর ডটকম: রং চটে গেছে, এদিক ওদিক ছিঁড়েও গেছে। এমন বিছানার চাদর রেখে কী কাজ! উপায় না পেয়ে ফেলেই দিলেন। কিন্তু জানেন কি, পুরনো চাদর দিয়ে এমন অনেক কিছু বানাতে পারবেন, যা কিনা দারুণ কাজে লাগবে! রইল এরকমই কিছু দারুণ আইডিয়া।

১) আজকাল কাপড়ের থলে বা ব্যাগের চল বেড়েছে। শপিং মলে গেলেই ব্যাগের জন্য আলাদা দাম দিতে হয়। তাই পুরনো বিছানার চাদর দিয়ে দিব্যি ব্যাগ বানিয়ে নিন। নিজে না পারলে দর্জির কাছেও যেতে পারেন।

২) চাদরের কিছুটা অংশ গোল বা চৌকো করে কেটে নিন। আর তা নিয়ে অনায়াসে বানিয়ে ফেলুন টেবিল ক্লথ। এক্ষেত্রে ব্যবহার করুন চাদরের নকশার জায়গাটা।

৩) আজকাল গোলাকার, ছোটমাপের কার্পেট বা গালিচার চল বেড়েছে। বাজারে এর দামও প্রচুর। পুরনো বিছানার চাদর দিয়ে বানিয়ে ফেলতে পারেন কার্পেট। এক্ষেত্রে ব্যবহার করুন চাদরের নকশার অংশ। দর্জিকে দিয়ে ভাল করে সেলাই করিয়ে নিন। কার্পেটের তলায় ব্যবহার করুন রবার।

৪) তবে শুধু অন্দরসজ্জার জন্য নয়, ইচ্ছে করলে পোশাকও বানাতে পারেন পুরনো চাদর দিয়ে। অনেকটা র‌্যাপারের মতো পোশাকও বানাতে পারেন। তবে এক্ষেত্রে একটু সচেতন। বাড়িতে পরার ক্ষেত্রেই এরকম পোশাক ব্যবহার করুন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

কতদিন পর বিছানার চাদর পাল্টানো উচিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *