নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র আজ ১৩ জুলাই গ্র্যান্ড ফিনালে পর্বের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে। এই অভিযাত্রা পুরো বাংলাদেশের জন্যই এক বিশাল অর্জন। কারণ এখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেফ কিশোয়ার চৌধুরী।
পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই অনুষ্ঠানে বাংলাদেশি পান্তা ভাত, আলু ভর্তা, মাছ তরকারি, লাউ চিংড়ি, বেগুন ভর্তা, খিচুড়ি, মাছ ভাজা, আমের টক, খাসির রেজালা রান্না করে এবং দেশি নাম ব্যবহার করে স্বমহিমায় প্রতিযোগিতার ফাইনালে উঠে এসেছেন কিশোয়ার। ডেজার্টে আমাদের অতি চেনা পান দিয়ে বানিয়েছেন মুখরোচক মিষ্টি খাবার।
কিশোয়ারার জন্য শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবার প্রিয় মাশরাফি বিন মুর্তজা, জনপ্রিয় অভিনেতা, মাহফুজ আহমেদসহ দেশ-বিদেশের সব বাঙালি।
কিশোয়ারের দেখাদেখি অনেকেই আজ পান্তা-ভর্তা আয়োজন করেছেন নিজের ঘরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আবার সেই ছবিও পোস্ট করছেন কিশোয়ারকে ট্যাগ করে।