খেলাধুলা

পাকিস্তানকে হারিয়ে বিরাট সুখবর পেলেন কোহলি

বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়িয়েছেন। দিনের পর দিন ব্যাট হাতে প্রতিপক্ষের পাশাপাশি র‍্যাঙ্কিং চার্টেও শাসন করে গিয়েছিলেন বিরাট কোহলি। সেই কোহলি কিনা আচমকা বাজে ফর্মের জন্য সমালোচনার শিকার হলেন। ব্যাট হাতে শীর্ষস্থান হারালেন।

আবারও দোর্দণ্ড প্রতাপে ফিরছেন ৩৩ বছর বয়সী কোহলি। যার শুরু হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে সর্বশেষ এশিয়া কাপের আসরে। যা ধরে রাখলেন বিশ্বকাপের মঞ্চে। আর তাতেই প্রায় হারতে বসা ম্যাচও শেষ বলে এসে জিতে নেয় ভারত। পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের নায়কোচিত ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন কোহলি।

এমন অসাধারণ ইনিংস খেলার পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিং চার্টে আবারও নিজের প্রভাব ফেলতে শুরু করেছেন এই ভারতীয় সুপারস্টার। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দশের বাইরে ছিটকে গিয়েছিলেন। অবস্থান ছিল ১৫তম স্থানে। সেখান থেকে পাকিস্তানের বিপক্ষে সেই ইনিংসের পর আবারও সেরা দশে ফিরলেন কোহলি। র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে এই ক্রিকেটারের অবস্থান এখন নয় (৯)।

যথারীতি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ১ নম্বর জায়গা ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (৮৪৯ রেটিং পয়েন্ট)। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে দুইয়ে উঠে এসেছেন ডেভন কনওয়ে (৮৩১ পয়েন্ট)। তিনে ভারতীয় সূর্যকুমার যাদব (৮২৮ পয়েন্ট)। ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক পাওয়া বাবর আজম আছেন চারে (৭৯৯ পয়েন্ট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *