ত্বকের যত্নে ফেসমাস্ক
আমাদের অতি পরিচিত একটি মৌসুমি ফল আনারস। সৌন্দর্যের জন্য এ ফলকে “স্বর্ণকুমারী” বলে অ্যাখায়িত করা হয়। পুষ্টিকর ও সুস্বাদু এই ফলে রয়েছে ভিটামিন-এ, বি, সি, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান।
আনারসে উপস্থিত Bromeliad নামক এনজাইম আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী যা কিনা ত্বকের মৃত কোষ, এজ স্পট, ফাইন লাইন, ত্বকের উপরিভাগের ময়লা ও সানবার্ন এর মতো দাগ তুলতে সাহায্য করে ও ত্বক সফট করে। এমনকি আনারস Pineapple ও আনারসের ফেসিয়াল মাস্ক ব্রণের বিরুদ্ধে ভালো কাজ করে।
ত্বকের যত্নে ফেসমাস্ক-
অলরাউন্ডার ফেস প্যাক-
যা যা লাগবে_
১ চা চামচ অলিভ অয়েল
১/২ চা চামচ খাঁটি মধু
১ চা চামচ বেকিং সোডা (বেকিং পাউডার নয়, বেকিং সোডা। যে কোন সুপার শপ থেকে কিনতে পারবেন)
যা করবেন_
– প্রথমে মুখ খুব ভালো ভাবে পরিষ্কার করে নিন।
– এরপর সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করুন।
– এই পেস্ট পরিষ্কার ত্বকে মাখুন। তারপর ১০ মিনিট অপেক্ষা করুন।
– ১০ মিনিট পর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
– প্রত্যেক সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, সমস্যাবিহীন ও একেবারেই দাগছোপ মুক্ত।
কীভাবে কাজ করে?
এই মাস্কের মূল উপাদান মধু যা ত্বকে ত্বকে ব্যাকটেরিয়ার প্রকোপ দূর করার মাধ্যমে ব্রণ কমায়। এছাড়াও রোমকূপ সংকুচিত করে ফলে ব্ল্যাক হেডসেরসমস্যা দূর হয়। এছাড়াও মধু ত্বককে টানটান ও সজীব করে তোলে।
এছাড়াও এতে আছে অলিভ অয়েল Olive oil যা ত্বককে পুষ্টি যোগায়। আছে বেকিং সোডা, যা ত্বকের মরা কোষ কয়েক মিনিটের মাঝেই দূর করে দেয় এবং ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।