নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: রাজধানীতে হঠাৎ করেই শুরু হয়েছে মুশলধারে বৃষ্টি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে টিপটিপ বৃষ্টি শুরু হয়। প্রথমে মেঘের গর্জন তারপর ৭টার দিকে শুরু হয় আকাশভাঙা বৃষ্টি। ধীরে ধীরে এই বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে।
এর আগে ভোর সোয়া পাঁচটার দিকে বৃষ্টি হয়েছিল। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। খানিক সময়ের জন্য বিরতি দিয়ে ৭টার দিকে তীব্র বৃষ্টি শুরু হয়। এদিকে মুশলধারে বৃষ্টিতে ভেসে গেছে রাজধানীর বেশ কিছু এলাকার সড়ক।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: প্রতিমন্ত্রী
এদিকে অসহনীয় গরমের মাঝে এমন বৃষ্টি জনজীবনে স্বস্তি এনে দিলেও তলিয়ে যায় রাজধানীর অনেক রাস্তা। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ফলে কর্মজীবী ও অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।