মাতৃভূমি

জনশক্তি রপ্তানি: সিন্ডিকেট ভাঙতে বৈঠক করেছে ওয়ার্কিং কমিটি

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: জনশক্তি রপ্তানিখাতে সিন্ডিকেট ভেঙে দেওয়ার পক্ষে দাবি তুলেছেন সংশ্লিষ্ট খাতের রপ্তানিকারকরা। এছাড়াও মানব পাচার প্রতিরোধ ও দমন আইন সংশোধন, রেমিট্যান্সের ওপর ২ শতাংশ থেকে বাড়িয়ে প্রণোদনার হার ৩ শতাংশ করার দাবিও জানিয়েছেন তারা।

বুধবার (২৯ ডিসেম্বর) জনশক্তি ও দক্ষতা উন্নয়নবিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির মালয়েশিয়া-বাংলাদেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই দাবি জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মহামারি শুরুর আগে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম ছিল গড়ে ৫০ হাজার টাকা। এখন তা দ্বিগুণ বেড়ে লাখ টাকার ওপরে চলে গেছে। টিকিটের চড়া দামে ভোগান্তিতে পড়েছেন অভিবাসী কর্মীদের পাশাপাাশি বিপাকে পড়েছেন জনশক্তি রপ্তানিকারকরা। সিন্ডিকেটের কারণে বিমান ভাড়া বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যের বিমান টিকিটের মতোই, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়াকেও কুক্ষিগত করতে চাইছে সিন্ডিকেট চক্র। ১৯ ডিসেম্বর, মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে দুদেশের মন্ত্রী পর্যায়ে সমঝোতা স্মারক সই হয়েছে। শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস-এসওপি প্রণয়নের কথা রয়েছে।

প্রতিবেশী দেশ নেপাল, ভারত ও পাকিস্তানের উদাহরণ দিয়ে বক্তারা বলেন, এ সকল দেশ থেকে প্রতিনিয়ত মালয়শিয়াতে শ্রমিক পাঠানো হচ্ছে। কিন্তু বাংলাদেশের এই রপ্তানিব্যবস্থা গুটিকয়েক এজেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকায় সিন্ডিকেট দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে।

সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মেদ ফারুক, স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান রিয়াজ-উল-ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তাফা (বাবুল), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মেদ সেরাজ মিয়া, মফিজ উদ্দিন, মো. রেদওয়ান খান (বোরহান) ও কাজী এমএ কাশেমসহ অন্য সদস্যরা। আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি ও জনশক্তিবিষয়ক স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ মো. হাবীব উল্লাহ ডন, এফবিসিসিআইয়ের পরিচালক আমজাদ হোসাইন ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

আরো পড়ুন:

অর্থ মন্ত্রণালয়ের কাছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *