উৎসব-পার্বণ

চারুকলায় হলো প্রতীকী মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: মহামারির কালো থাবায় থমকে গেছে বাংলার মানুষের মহামিলনের চিরাচরিত উৎসব পহেলা বৈশাখ। এবারও গত বছরের মতো পহেলা বৈশাখে মানুষের মিলনমেলায় প্রাণবন্ত কোনো সামাজিক উৎসব হয়নি। জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় সীমিত আকারে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার শ্লোগান ছিল ‘কাল ভয়ঙ্করের বেশে এবার ঐ আসে সুন্দর’।

আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ নিয়ে অনুষদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

এতে নেতৃত্ব দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়াসহ চারুকলা অনুষদের স্বল্প সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ১৯৯৮ সাল থেকে সূচিত বৈশাখের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেসকোর বিশ্ব-ঐতিহ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *