স্বাস্থ্য

চলতি মাসেই আসছে সেরামের ১০ লাখ ডোজ টিকা

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারে ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড টিকা রপ্তানি করতে সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

বাংলাদেশে কোভিশিল্ড টিকা সরবরাহে সেরাম বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু ভারতে গত মার্চে করোনা তীব্র আকার ধারণ করলে টিকা সরবরাহ স্থগিত করে সেরাম। ভারত প্রায় ছয় মাস টিকা রপ্তানি স্থগিত রেখেছে।

বাংলাদেশ ভারত থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করলেও রপ্তানি বন্ধের আগ পর্যন্ত পেয়েছে মাত্র ৭০ লাখ। ভারত আকস্মিকভাবে টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ চরম সংকটে পড়ে। টিকাদান কার্যত বন্ধ হয়ে যায়। এ দফায় সেরামকে প্রায় ৩ কোটি ডোজ কোভিশিল্ড সরবরাহের অনুমতিও দেওয়া হয়েছে। এর মধ্যে চলতি মাসেই বাংলাদেশে আসবে ১০ লাখ ডোজ।

টিকা রপ্তানির জন্য ভারতকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরের আগে টিকা রপ্তানির ঘোষণা দেয় দিল্লি।

আরো পড়ুন:

অবশেষে অ্যান্টার্কটিকায় পৌঁছাল অ্যাস্ট্রাজেনেকার টিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *