বিক্ষুদ্ধ মন বিস্ফোরিত আজি
খোকন কুমার রায় :
লক্ষ শহীদের অতৃপ্ত আত্মা করে হায় হায়
ওরা কারা স্বাধীন দেশে ভিন্ন নিশান উড়ায়।
মোদের তাজা রক্ত স্রোতে এসেছে যে স্বাধীনতা
হানাদারেরা দাপিয়ে বেড়ায় কাঁদে শহীদের আত্মা।
ঘাতক দালালের পদচারণার হিংস্র অশুভ ভারে
মাতৃভূমি কষ্টে কাঁদে আর্ত চিৎকারে।
ধর্ষিতা মাতা দেয় অভিশাপ ক্ষুব্ধ ব্যথিত স্বরে
লাঞ্চনার আঘাতে ক্লান্ত যে সে যুগ যুগ ধরে।
এখনও রাজাকার নিজ ঘরে বসে শত্রুর পদ চুমে
গাও মুক্তির গান হে মুক্ত প্রাণ, পাঠাও ওদের নিজভূমে।
পাকিদের বীজ করছে জিকির ঔদ্ধত্য আচরণে
বিক্ষুদ্ধ মন বিস্ফোরিত আজি, সুধাই বা কোন জনে।
বাংলায় জন্মে যারা দাঁড়ায় ভিন্ন পতাকা তলে
দ্রুত নিক্ষেপ করো ওদের বঙ্গোপসাগর জলে।
যদি না পারো রুখতে ওদের আসবে না মুক্তি কোনো
শহীদ আত্মার অভিশাপে জাতির ধ্বংস অনিবার্য জেনো।