v
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার। ২০২০ সালে ভালোবেসে ৮ বছরের ছোট রোহানপ্রীত সিংয়ের সঙ্গে ঘর বাঁধেন তিনি। নেহা-রোহনের দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে— এমন গুঞ্জন উঠেছে এই তারকা দম্পতিকে নিয়ে। অবশেষে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন নেহা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কথা বলেছেন নেহা। গায়িকা সাফ জানিয়ে দিয়েছেন এটা গুঞ্জন ছাড়া আর কিছু না।
নেহা বলেন, লোকে আমাদের নিয়ে বাজে আলোচনা করেন। যেটা খুবই দুঃখজনক। আসলে কিছু মানুষ নিজের মনের মতো গল্প বানিয়ে নেন। তবে আমি তাদের খুব বেশি পাত্তা দিই না। আমাদের গল্পটা কেবল আমার জানা।
তিনি আরও বলেন, একটা সময় আমি পুরো ধ্যানজ্ঞান পরিবার ও স্বামীকে দিয়েছিলাম। তবে এখন পুরোদমে কাজে ফিরেছি। সেদিকে মন রাখতে চাই।
গায়িকার ভাষ্য, বর্তমানে আমার সময়ের বড় একটা অংশ স্বামীকে দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমাদের বিয়ে তিন বছর পেরিয়ে গেছে, তাই আগের মতো এখন কাজেই মনযোগ দিতে চাচ্ছি।
সূত্র : আনন্দবাজার