খেলাধুলা

স্কটল্যান্ডকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো আইরিশরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠার মিশনে আয়ারল্যান্ডের সামনে ১৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল স্কটিশরা। রান তাড়া করতে নেমে দলীয় ৬১ রানে ৪ উইকেট হারিয়েও ফেলেছিল আইরিশরা।

সেখান থেকে কার্টিস ক্যামফার ও জর্জ ডকরেলের ১১৯ রানের অপরাজিত জুটিতে জিতেই গেল তারা। ৬ উইকেটের এই জয়ে বিশ্বকাপে আশা বাঁচিয়ে রাখলো আইরিশরা।

বুধবার (১৯ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উড়তে থাকা স্কটল্যান্ডকে মাটিতে নামিয়ে আনল আয়ারল্যান্ড।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৩৭ রানে দুই ওপেনারকে হারায় আইরিশরা। এরপর লোরকার টোকার ১৭ বলে ২০ ও হ্যারি টেক্টর ১৬ বলে ১৪ রান করে ফিরলে হারের পথেই ছিল।

সেখান থেকে কার্টিস ক্যামফার ও জর্জ ডকরেলের দারুণ ব্যাটিংয়ে ৬ বল বাকি থাকতেই জয় বগলদাবা করে আয়ারল্যান্ড। আইরিশদের জয়ের নায়ক ক্যামফার ৩২ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আর জর্জ ডকরেল করেন ২৭ বলে ৩৯ রান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো জর্জ মুন্সি (১) দ্রুত বিদায় নেন। এরপর আরেক ওপেনার মাইকেল জোনসের দায়িত্বশীল ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে স্কটিশরা।

জোন্স ৫৫ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান তুলে স্কটল্যান্ড। তার ইনিংসে ছিল ৬ চার আর ৪ ছক্কার মার। তার সাথে ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান।

আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুর্তিস ক্যাম্ফার। ২ ওভারে ৯ রান দিয়ে তিনি নেন দুটি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *