রবিবার, অক্টোবর ১, ২০২৩
spot_img
Homeপ্রচ্ছদসৌদি কোম্পানির তেলখাতে বিনিয়োগ আগ্রহ

সৌদি কোম্পানির তেলখাতে বিনিয়োগ আগ্রহ

ধূমকেতু রিপোর্ট : বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি তেল কোম্পানি এরামকো।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে সোমবার ( ২১ জানুয়ারি ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সৌদি আরবের জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক কোম্পানি এরামকোর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিদ কে ঘেমলাছের দ্বিপাক্ষিক বৈঠক হয়।

বৈঠকে ঘেমলাছ বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে কোম্পানিটি তেল শোধনাগার স্থাপনে আগ্রহী।

বাংলাদেশে ১৫ মিলিয়ন টন ক্ষমতার তেল শোধনাগার করা গেলে লাভজনক হবে। আর এভাবেই দু’দেশের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে পেট্রোকেমিকেল ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। সৌদি আরবের বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী তাদেরকে বাজার নিয়ে গবেষণার আহবান জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য বিপিসিকে নির্দেশ দেন।

এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, এরামকো ইন্ডিয়া অফিসের প্রেসিডেন্ট মোহামেদ মুঘিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments