বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
spot_img
Homeপ্রচ্ছদসাভারে সিইটিপি নির্মাণ দ্রুত শেষ হবে

সাভারে সিইটিপি নির্মাণ দ্রুত শেষ হবে

ধূমকেতু রিপোর্ট : সাভার ট্যানারি শিল্পের জন্য অত্যাধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনাসহ সিইটিপি নির্মাণ কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সরকার কাজ করছে।

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (১৫ জানুয়ারি) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে শিল্প মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদল চামড়া শিল্পের বিভিন্ন বিষয়ে শিল্পমন্ত্রীকে অবহিত করেন।

শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে চামড়া পণ্য উৎপাদন করে বিদেশি ক্রেতা আকর্ষণ করতে হবে।

চামড়া শিল্পের দ্রুত বিকাশে চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি চামড়া শিল্পনগরী নির্মাণের কাজ চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, পরিবেশসম্মত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার অত্যন্ত তৎপর। শিল্প মালিকদের বিষয়ে আন্তরিক হতে হবে। ভারপ্রাপ্ত শিল্পসচিব মোঃ আবদুল হালিম এ সময় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments