শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
spot_img
Homeআইন আদালতপরকীয়ার জন্য মেগাসিরিয়াল দায়ী কিনা জানতে চাইলো আদালত

পরকীয়ার জন্য মেগাসিরিয়াল দায়ী কিনা জানতে চাইলো আদালত

ধূমকেতু ডেস্ক : পরকীয়া সম্পর্কের জন্য মেগাসিরিয়ালও দায়ী কিনা তা খতিয়ে দেখতে কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। এমনকি ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের কারণেও পরকীয়া বাড়ছে কিনা তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, সারা দেশে পরকীয়ার কারণে হিংসাত্মক ঘটনা বেড়েছে বলে পর্যবেক্ষণ করেছেন মাদ্রাজ হাইকোর্ট। আদালত মোট ২০টি প্রশ্নের একটি তালিকা তৈরি করেছেন।

যার মধ্যে অন্যতম পরকীয়ায় মেগা সিরিয়ালের প্রভাবও। হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী খুন, অপহরণ ইত্যাদির সঙ্গে পরকীয়ার একটা যোগসূত্র দেখা যাচ্ছে।

মেগা সিরিয়ালের পাশাপাশি পশ্চিমা বিশ্বের প্রভাবও পরকীয়া বেড়ে যাওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ফেসবুক, ফেসটাইম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের ফলে অপরিচিত ব্যক্তিদের মধ্যে ঘনিষ্ঠতার সুযোগ বাড়ার ফলে এমন ঘটনা ঘটছে কিনা, তাও জানতে চেয়েছেন কোর্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments