বুধবার, জুন ৭, ২০২৩
spot_img
Homeজাতীয়গুজব সর্বস্ব রাজনৈতিক দল বিএনপি কাদের

গুজব সর্বস্ব রাজনৈতিক দল বিএনপি কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার।

শনিবার (১৫ অক্টোবর) তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে উল্লেখ করে কাদের বলেন, বিএনপি সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে। অন্যদিকে বলছে কথা বলার অধিকার নাই। তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়।

তিনি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরোনো অপকৌশল। তাদের এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে।

বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ করে না বলেও জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা।

ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টার শামিল।

তিনি বলেন, বিএনপির রাজনীতি খাল কেটে কুমির আনার মতো। তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল। এখন আবার তারা ওই পথেই হাঁটতে চায়

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

ABUL HOSAIN on BMTF Job Circular 2022