শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeজাতীয়কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চাঁদপুরের কচুয়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেলের অপর আরোহী।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কচুয়া-হাজীগঞ্জ আঞ্চলিক সড়কের কালচৌঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের গোবিন্দ সাহার ছেলে রাজন সাহা (৩৭)। আহত সুমন একই গ্রামের নেপালের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ থেকে কচুয়ায় আসার পথে ঢাকাগামী কাভার্ডভ্যানটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় পাশ থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাজন নিহত হন। একইসঙ্গে মোটরসাইকেল আরোহী সুমন আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বলেন, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments