পর্যটন ও পরিবেশ

৮ দেশের নাগরিকদের কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন এমন ৮ দেশের নাগরিকদের এখন আর সিঙ্গাপুরে ভ্রমণ করলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আগামী মঙ্গলবার থেকে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। করোনার বিধিনিষেধ শিথিলের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সঙ্গেই বেঁচে থাকার কৌশল আয়ত্ত করার চেষ্টা করছে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুর।

এর আগে সীমান্ত বন্ধ রেখে, একের পর এক লকডাউন জারি করে এবং কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে মহামারি নিয়ন্ত্রণে লড়াই করেছে নগর রাষ্ট্র সিঙ্গাপুর। তবে ইতোমধ্যেই ৮০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় চলে আসায় ধীরে ধীরে সব ধরনের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। একই সঙ্গে অর্থনীতি পুনরুদ্ধারে জোর দেওয়া হচ্ছে।

গত সেপ্টেম্বরে ব্রুনেই এবং জার্মানির যেসব নাগরিক ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তাদের জন্য বিধিনিষেধ তুলে নেয় সিঙ্গাপুর। আগামী মঙ্গলবার থেকে আরও ৮ দেশকে এই তালিকায় যুক্ত করা হচ্ছে। এগুলো হলো- ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং যুক্তরাষ্ট্র।

আগামী ১৫ নভেম্বর থেকে এই তালিকায় যুক্ত হবে দক্ষিণ কোরিয়া। নতুন নীতির আওতায় ৮ দেশের নাগরিকদের অবশ্যই ভ্যাকসিনের দুই ডোজ নিতে হবে। এছাড়া তাদের দেশ ছাড়ার আগে এবং সিঙ্গাপুরে পৌঁছানোর পর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে।

গত ৯ অক্টোবর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিয়েন লং বলেন, সিঙ্গাপুর ক্রমাগত লকডাউনের আওতায় থাকতে পারে না। সে সময় তিনি জানান, আমাদের করোনার সঙ্গে বেঁচে থাকার কৌশল আয়ত্ত করতে হবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী লি বলেন, আমাদের সীমান্ত নিরাপদভাবে চালু রাখার দায়িত্ব আমাদেরই।

আরো পড়ুন:

টিকা নিলে ১০ দেশ থেকে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *