বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার ‘রোহিঙ্গা’ আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে। তিনি ২০২০ সালে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন।
থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, বিশ্বব্যাপী এটি মুক্তি পেতে যাচ্ছে অ্যাপেল টিভিতে।
মিথিলা বলেন, ‘এটি বলিউডের ভিন্নধারার সিনেমা। এখানে রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। ভালো লাগছে অবশেষে সিনেমাটা মুক্তি পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সিনেমাটা হলে মুক্তি পাচ্ছে না বলে আমার মন কিছুটা খারাপ। করোনায় সবকিছু এলোমেলো হয়ে গেল। তারপরও মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। সিনেমাটার জন্য আমিও অপেক্ষা করছি।’
হায়দার খান পরিচালিত ‘রোহিঙ্গা’য় মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। পরিচালক হায়দার খান বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
আরো পড়ুন:
শুরু হচ্ছে ‘বিজ্ঞান চলচ্চিত্র উৎসব’