Jekhane Shimanto Tomar

Jekhane Shimanto Tomar By Kumar Biswajit
যেখানে সীমান্ত তোমার

By Kumar Biswajit

[Jekhane Shimanto Tomar
Shekhane Boshonto Amar
Bhalobasha Hridoy Niye
Ami Baare Bar Ashi Fire
Daaki Tomay Kache ll

Verse 1
Hazar Fule Cheyeche Je Poth
Ami Chini Chini She Thikana
Tomar Moner Nirob Bhasha
Sheoto Amar Ache Jana

Ami To Chaina Tomar Ei Didha
Bhenge Dao Kacheri Badhaa
Shimar Badhon Chire Tumi
Dhora Dao Amari Kache

Jekhane Shimanto….

Verse 2
Jhorer Dine Bhuleche Je poth
Ami Jani Jani Taar Bedona
Notun Alor Joar Elei
Ami Chai Tare Dite Ashaa

Tumi Ki Chaona Shonali Diner
Shonali Shukher Ishara
Kaantar Aaghat Bhule Tumi
Esho Ei Full er e Kache

Jekhane Shimanto….]

শিরোনামঃ যেখানে সীমান্ত তোমার
কন্ঠঃ কুমার বিশ্বজিৎ

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে(২)

হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি চিনি সে ঠিকানা
তোমার মনের নীরব ভাষা
সেতো আমার আছে জানা(২)
আমিতো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে(২)

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে

ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা
নতুন আলোর জোয়ার এলে
আমি চাই তারে দিতে আশা(২)
তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে