Chahara Goarome sundur Rakhar upai | চেহারা গরমে সুন্দর রাখার উপায়

গরমে মধ্যে সব চাইতে কঠিন কাজটি হলো ত্বকের সৌন্দর্য ঠিকঠাক মতো  করে ধরে রাখা। রোদের প্রচণ্ড তাপ, ধুলোবালি এবং বিরূপ আবহাওয়ার কারণে এই সময় চেহারার সৌন্দর্য ধরে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠে। কিন্তু যদি প্রতিদিন সঠিকভাবে যত্ন নেয়া যায় তবে এই গরমেও ধরে রাখা যাবে চেহারার সৌন্দর্য। আসুন তাহ্লে জেনে নিই  চেহারার সৌন্দর্য ধরে রাখার কিছু পদ্ধতি।

Chahara Goarome sundur Rakhar upai | চেহারা গরমে সুন্দর রাখার উপায়
Chahara Goarome sundur Rakhar upai | চেহারা গরমে সুন্দর রাখার উপায়

উজ্জলতা বৃদ্ধিতে পেঁপের ব্যবহার

রোদের তীব্রতায় ত্বক পুড়ে কালো হয়ে যায় এবং ঘামের ওপর ধুলোবালি জমে ত্বক কালো দেখায়।ত্বকের হারানো উজ্জলতা ফিরিয়ে পেতে ব্যবহার করুন পেঁপে। পাকা পেঁপে স্লাইস করে কেটে নিন। তারপর এই পেঁপে মুখ, হাত, পা, গলা এবং ঘাড়ের ত্বকে ভালো করে ঘষে লাগান। শুকিয়ে উঠলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে মাত্র ২ দিন ব্যবহারে করার  মাধ্যমে ত্বকের উজ্জলতা বাড়বে।

ত্বককে সুস্থ রাখতে ফেইস মাস্ক

দুই টেবিল চামচ টকদই এবং ১ টেবিল চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে মুখ, গলা এবং ঘাড়ের ত্বকের উপর ব্যবহার করুন। ২০-৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের গরমকাল জনিত যে কোনো সমস্যা আছে তা থেকে মুক্তি পাবেন।

ত্বককে ময়েসচারাইজ করতে প্রাকৃতিক ময়েসচারাইজার

গরমকালে আবহাওয়ায় অনেক বেশি  তাপ থাকে বলে ত্বকের উপরিভাগের আদ্রর্তা একেবারেই চলে ।এতে  করে দেখতে বিশ্রী লাগে। এই সমস্যা দূর করার জন্য ত্বক পরিষ্কার করে নিয়ে, ২ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে  ত্বকে লাগান। ২০ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের আদ্রর্তা বজায় থাকবে এবং চেহারা হয়ে উঠবে সুন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *