নখ কাটার নিয়ম

নখ আমাদের শরীরের খুব ক্ষুদ্র একটা অংশ। কিন্তু এই নখ নিয়েই মেয়েরা অনেক ধরণের স্টাইল করে থকে । বিভিন্ন স্টাইলে  নখ কেটে বা ফ্রেঞ্চ ম্যানিকিউর করে নখকে করে তোলে সুন্দর ও আকর্ষণীয়। কিন্তু নখ বেশি বড় হয়ে গেলে ভেঙে যাওইয়ার আশাংকা  থাকে। তাই বেশি বড় হওয়ার আগেই নখ কেটে ফেলা উচিত। অনেকেই নখ কাটতে গিয়ে অনেক বিপদ  ঘটায়। নখ এতো বেশী গভীর করে কেটে ফেলে যার ফলে  নখের নিচের নরম চামড়া বের হয়ে যায় । কখনও কখনও নখ বেশী কেটে ফেলার কারনে নখের নিচের চামড়া কেটে গিয়ে রক্ত বের হয়। তাই নখ কাটার সময় সাবধানে কাটা উচিত।

Nokher-Kona-Utha-Dur-Korar-Upay
নখের কোনা ওঠা সমস্যা সমাধান | Nokher kona otha somossa somadhan | Nail Problem & Solutions Bangla

নখ কাটার আগে হালকা গরম পানিতে কিছুক্ষণ হাত ও পা ভিজিয়ে রাখুন।  নখগুলো নরম হবে। এতে করে  সহজে নখ আপনার ইচ্ছামতো কাটতে পারবেন। কখনই নখ খুব বেশী গভীরে কাটা ঠিক না । নখ কাটার জন্য ধারালো নেইল কাটার ব্যবহার করুন । কখনই ভোঁতা  নেইল কাটার অথবা ব্লেড ব্যবহড় করে নখ কটাবেন না।

নখ শুকনোর  পর নেইল শেপার দিয়ে পছন্দ মতো শেইপ করে নিন। নখ ভেজা অবস্থায় কখনও নেইল শেপার ব্যবহার করবেন না, এতে নখেড় গভীর  কাটা হয়ে যাবে এবং শুঁকানোর পর নখ অমসৃণ দেগতে লাগবে  এবং ভেঙে যাবে। নেইল শেপার দিয়ে এমন ভাবে শেইপ করতে হবে যেন নখের মাথা মসৃণ হয়, না হলে অমসৃন নখ বিভিন্ন জায়গায় যেমন কাপড়ে, চুলে লেগে নখ ভেঙে যেতে পারে।

মায়েরা যখন তাঁদের বাচ্চাদের নখ কাটেন তখন আরো  বেশী সাবধানতা অবলম্বন করতে হবে। বাচ্চাদের নখ হয় নরম এবং পাতলা। একদম ছোট বাচ্চাদের নখ কাটার জন্য সময়  নিয়ে করবেন যখন ওরা ঘুমিয়ে থকবে । কারণ জেগে থাকলে নড়াচড়ার  করবে আর তখন চামড়সহ   কেটে যেতে পারে । বাচ্চাদের নখ খুব দ্রুত বাড়ে, তাই প্রতি সপ্তাহে নিয়মিত নখ কাটবেন।

https://youtu.be/1at0yXTnH44

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *