রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img

Sporsho by Aushruto

Sporsho by Aushruto
ঘন কুয়াশার গাঢ় ভীড়ে
শীত কননে ভেসে আসে,
তোমার আঁকা সপ্ন ছবি
বাঁধি আমি সপ্ন ডোরে।।

তারার মেলার অঢেল ভীড়ে
খুঁজছি তোমায় নিয়ম দিয়ে,
তোমার বলা মিষ্টি বুলি
শুনছি আমি অবাক হয়ে।

আধার আলোর খেলা ঘরে
বসে আছি অলস দেহে,
অলীক প্রেমের মাতম তুলে
ভাবি তোমায় একা বসে।

দিচ্ছি আজ প্রথম চিঠি
বৃষ্টি বিন্দুর কালি মেখে,
দেখছি আজ নতুন ধরা
তোমার দু’চোখ দিয়ে।
ঐ ভির আঁকড়ে ধরি তোমায়
চেতনার অবসাদে,
ভালবাসি শুধু তোমায়
এ জীবন ভরে।

তারার মেলার অঢেল ভীড়ে… হুম..মম..ম…
তোমার বলা মিষ্টিবুলি… হে..এ..এ…

তারার মেলার অঢেল ভীড়ে
খুঁজছি তোমায় নিয়ম দিয়ে,
তোমার বলা মিষ্টি বুলি
শুনছি আমি অবাক হয়ে।
আধার আলোর খেলা ঘরে
বসে আছি অলস দেহে,
অলীক প্রেমের মাতম তুলে
ভাবি তোমায় একা বসে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments