বাংলা গানের কথাসর্বশেষ

Onek Dur Shopno Amar (অনেক দূর স্বপ্ন আমার) By Arnob

Onek Dur Shopno Amar (অনেক দূর স্বপ্ন আমার) By Arnob

শিরোনাম: Onek Dur Shopno Amar (অনেক দূর স্বপ্ন আমার)
অর্ণব (Arnob)

অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার করে তোমায় পাওয়া।

তোমায় পেলে হয়ত আবার,
নতুন গানের সুরটা পাব
অনেক দূরের আকাশ পথে,
তোমায় নিয়ে হারিয়ে যাব।

হারিয়ে যাওয়ার মানেই হলো,
নিজেকে আবার খুঁজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি,
নিজের জন্য তোমায় চাওয়া।

চাইবে যেদিন আমায় তুমি,
বুঝবে সেদিন ভাল করে
হাতের কাছের তারাগুলো
দেখায় কেন অত দূরে ।

নতুন একটা গান লিখেছি
বুকের মধ্যে পাগলা সুরে
রাতের আকাশ তোমার মতোই
আমিও যাব অনেক দূরে।