অপরাধ ও দূনীতি

করোনা টেস্টের আড়াই কোটি টাকা নিয়ে আত্মগোপনে

বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার প্রায় আড়াই কোটি টাকা চুরি করে আত্মগোপন করেছেন খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাশ। বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ নিশ্চিত করেছেন। আজ রাতে থানায় এজহার করার কথা জানান তিনি।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা জেনারেল হাসপাতালে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা করা হয়। মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাশ নমুনা পরীক্ষার ফি গ্রহণের দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি দীর্ঘ ১৩ মাস ধরে প্রতিদিন যতজন করোনা পরীক্ষা করাতেন তার চেয়ে কম সংখ্যক মানুষের নাম খাতায় লিপিবদ্ধ করে টাকা আত্মসাৎ করেছেন। এই সময় প্রকাশ দাশ নমুনা পরীক্ষার ফি গ্রহণের যে তালিকা দিতেন সে অনুযায়ী ক্যাশিয়ার টাকা বুঝে নিতেন। বিষয়টি সন্দেহ হলে এ ব্যাপারে গত ২২ আগস্ট তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

সিভিল সার্জন জানান, এ বিষয়ে গত বুধবার তার কাছে হিসাব চাওয়া হয়। গত বৃহস্পতিবার তার হিসাব দেওয়ার কথা ছিল। ওই দিন দুপুরে অফিসে বসে হিসাব করার এক পর্যায়ে তিনি কাউকে কিছু না জানিয়ে অফিস থেকে চলে যান। এরপর থেকে তিনি আর অফিসে আসেননি। তার বাসায় লোক পাঠিয়েও তাকে পাওয়া যায়নি।

সিভিল সার্জন জানান, আত্মসাৎকৃত টাকার পরিমাণ প্রায় দুই কোটি ৫৮ লাখ টাকা। এ ব্যাপারে আজ সোমবার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, ‘এ ঘটনায় খুলনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। এখন আইনজীবীকে দিয়ে মামলার এজাহার লেখানো হচ্ছে। আজ রাতে সোমবার রাতেই মামলা করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *