প্রচ্ছদ

ইরাকে ১৩০০ বছর পুরনো মাটির মসজিদের সন্ধান

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ইরাকে একটি মাটি দিয়ে তৈরি প্রায় ১৩০০ বছর আগের একটি মাটির মসজিদের সন্ধান পাওয়া গেছে। ব্রিটিশ জাদুঘর খনন মিশন এই আবিষ্কার করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ ডাই কার অঞ্চলের আল-রাফা’ই শহরে সন্ধান পাওয়া মসজিদটি ৬০ হিজরি বা ৬৭৯ খ্রিস্টাব্দে তৈরি করা হয়ে থাকতে পারে। এটি ২৬ ফুট প্রস্ত এবং ১৬ ফুট দীর্ঘ। মসজিদের মাঝখানে ইমামের জন্য ছোট উঁচু স্থান রয়েছে। এতে ২৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন।

অঞ্চলটির অনুসন্ধান ও খনন বিভাগের প্রধান আলি শালগাম জানান, একটি গুরুত্বপূর্ণ ও বড় ধরনের সন্ধান এটি। কারণ মসজিদটি পুরোপুরি মাটি দিয়ে তৈরি এবং ইসলামের প্রারম্ভিক সময়ে এর নির্মাণ করা হয়েছিল।

তিনি বলেন, প্রাপ্ত আলামত দেখে মনে হচ্ছে মসজিদটি উমাইয়া আমলের। ক্ষয়ে যাওয়ার কারণে ওই সময়ের ইসলাম সম্পর্কে খুব বেশি তথ্য আমরা জানতে পারেনি।

আরো পড়ুন:

মিসরে আবার চালু ৩৪০০ বছরের পুরোনো ‘অ্যাভিনিউ অব স্ফিনক্সেস’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *