প্রচ্ছদ

অ্যাম্বুলেন্স ছেড়ে দিল তুর্কি পুলিশ || গাড়ি আটকে রাখল প্রেসিডেন্টের

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখা গেছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের গাড়িবহর থামিয়ে ব্যস্ত রাস্তায় অ্যাম্বুলেন্সকে মসৃণভাবে পথ তৈরি করে দিচ্ছে তুর্কি এক ট্রাফিক পুলিশ সদস্য। কয়েক সেকেন্ডের মধ্যে সেখান দিয়ে দ্রুত বেরিয়ে যায় অ্যাম্বুলেন্সটি। এরপর ওই গাড়িবহরও চলাচল শুরু করে।

ওই ঘটনার পর ডিজিটাল যুগে ভিভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এ ঘটনা সবার নজরে চলে আসে। ভিআইপিদের চলাচলের কারণে অতীতে রোগীর দুর্ভোগ ও মৃত্যুর ঘটনা ঘটেছে। দ্রুত সেই ভিডিও হৃদয় জিতে নেন লাখ লাখ নেটিজেনের। তুর্কি জাতি ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে ফেসবুকে উচ্ছ্বসিত বহু মানুষ।

সবারই এক কথা, ঠিক সময়ে ঠিক কাজটিই করেছে তুর্কি পুলিশ। অনেকেই তাদের স্যালুট জানিয়েছে।

তুরস্কের রাজনীতিতে রিসেপ তাইয়েপ এরদোয়ান সময়ের এক শক্তিমান নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। আধুনিক তুরস্কের জনক হিসেবে পরিচিত মুস্তাফা কামাল আতাতুর্কের পর তুরস্কের রাজনীতিতে এতোটা পরিবর্তন অন্য কোনো নেতা আনতে পারেননি।

১৯৫৪ সালে জন্ম নেওয়া এরদোয়ান ২০১৪ সালে তুরস্কে অনুষ্ঠিত প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবার আগ পর্যন্ত ১১ বছর প্রধানমন্ত্রী ছিলেন।

আরো পড়ুন:

সুদানে পুনর্বহাল হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *