মাতৃভূমি

বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং অভিযান আজ থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: যশোরের ওসমানী স্টেডিয়াম থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি চতুর্থ বাংলাদেশ-ভারত সাইক্লিং অভিযান শুরু হচ্ছে আজ সোমবার।

সাইক্লিং অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর ৩০ জন দক্ষ কর্মকর্তা এবং জুনিয়র কমিশনড কর্মকর্তাসহ অন্যান্য পদমর্যাদার সদস্যরা অংশগ্রহণ করবেন।

ভারতীয় হাইকমিশন জানায়, এই অভিযান যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও দর্শনার ঐতিহাসিক এলাকাসহ বাংলাদেশের ১৯৭ কিলোমিটার পথ অতিক্রম করবে। পুরো দলটি ১৯ নভেম্বর সকালে দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে। দলটি ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, রাণাঘাট এবং কল্যাণীর মধ্য দিয়ে ২৪ নভেম্বর ১৮১ কি.মি. পথ পাড়ি দিয়ে কলকাতায় তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে।

কলকাতায় ভারতীয় সেনাবাহিনী আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অভিযানের সমাপ্তি ঘোষণা করবেন ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি।

আরো পড়ুন:

‘বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কোও সম্মানিত হয়েছে’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *