শিল্প ও বাণিজ্য

কক্সবাজারে মিনিস্টারের ডিলার সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বেচাকেনা ও কর্মব্যস্ততা ভুলে আনন্দঘন এক দিন পার করেছেন মিনিস্টার গ্রুপের ইলেক্ট্রনিক্স ডিলাররা।

সারাদেশের ডিলারদের নিয়ে পর্যটননগরী কক্সবাজারে একটি মিলনমেলা আয়োজনের কথা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি। এ আয়োজনে ডিলারদের সঙ্গে অংশ নেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ।

ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদেরকে নিয়েই আমরা এগিয়ে যেতে যাই। মিনিস্টার গ্রুপের পথচলায় আপনারাও অংশীদার। আমাদের যে স্লোগান ‘লক্ষ্য এবার বিশ্ব জয়ের’, তা আমরা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারব ইনশাল্লাহ।”

মিলনমেলায় অন্যদের মধ্যে মিনিস্টার গ্রুপের উপ-নির্বাহী পরিচালক শাহ আলম, সিএফও ফখরুল ইসলাম, পরিচালক বিল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার মনিরুল হাসান স্বপন, মহাব্যবস্থাপক রিয়াজ মাহমুদ ও আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

`ইলেভেন-ইলেভেন’ ক্যাম্পেইন করছে শাওমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *